নির্যাতিত নিশি আক্তারের সমস্ত খরচ বহনের দায়িত্ব নিলেন এক অনন্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা)
সেই নির্যাতিত মেয়েটির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের দরিদ্র শারীরিক প্রতিবন্ধী মজিবুর রহমানের মেয়ে নিশি আক্তার।
ঘটে যাওয়া
শিশু নিশির উপর নির্যাতনকারী ব্যাংক কর্মকর্তার দম্পতি সহ ৪ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
ময়মনসিংহের নান্দাইলের রাজাবাড়ী গ্রামের বাসিন্দা দরিদ্র ও প্রতিবন্ধী মজিবুরের ৮ বছরের শিশু কন্যা নিলিকে দরিদ্রতার কারণে বাসায় কাজের জন্য বিগত তিন বছর পূর্বে প্রভাবশালী অগ্রণী ব্যাংক কর্মকর্তা গৃহকর্মীর কাজের জন্য ঢাকায় নিয়ে যায় প্রভাবশালী পরিবার। টানা তিন বছর আটকে রেখে প্রভাবশালী অগ্রণী ব্যাংক কর্মকর্তা মিজান ও তার স্ত্রী মুন্নী মেয়েটিকে হাতপা বেঁধে লাঠি পেটা,গরম খুন্তি দিয়ে চেকা দেয় এবং গরম পানি ঢেলে সারাদেহ ঝলসে দেয়। এতে অবুঝ শিশুটির দেহ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। শিশুর শারীরিক অবস্থা খুব বিপদ জনক দেখে আজ বিকেলে পাটৃগুদাম ব্রীজ মোড়ে মেয়েটিকে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিযাতনকারী মুন্নী ও স্বামী মিজানসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। সূত্র জানায় এ ব্যাপারে কোতোয়ালি থানা মামলার প্রস্ততি চলছে। জানাগেছে অত্যাচারীদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে,থাকেন ঢাকার ধানমন্ডি এলাকায়।
0 coment rios: